ঈশ্বরদীতে ৫ দিনব্যাপি গাইড গাইডার মৌলিক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত
-
শনিবার, ২১ জুন, ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ “সেবা ও নেতৃত্ব বিকাশে গার্ল গাইডিং, আপনি সুস্থ থাকুন- অপরকে সুস্থ রাখুন” এই প্রতিপাদ্যে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং সম্প্রসারণের লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে ৫ দিনব্যাপি গাইড গাইডার মৌলিক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।
শুক্রবার ( ২০জুন) বেলা ১২টায় ঈশ্বরদীর আলহাজ্ব টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন পাবনা জেলা কমিশনার আদু বালা শীলের সভাপতিত্বে এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, আলহাজ্ব টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাউসুস সামাদ মাসুম, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রশিক্ষক দিল মনোয়ারা ও তানজিমা বিনতে হান্নান।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের এই মৌলিক প্রশিক্ষণ কোর্সে ঈশ্বরদী, আটঘরিয়া ও ভাঙ্গুড়া উপজেলার মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষিকা অংশগ্রহন করেন। এ প্রশিক্ষণ কোর্সের সমাপনী দিনের অনুষ্ঠানে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের মৌলিক প্রশিক্ষন কোর্সের গাইড – গাইডারদের মাঝে সনদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, এর আগে গত সোমবার (১৬ জুন) গার্ল গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন রাজশাহী অঞ্চলের আয়োজনে ৫ দিনব্যাপি মৌলিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়। ওইদিন সকালে এ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আমির ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন