ঈশ্বরদীতে প্রাইভেটকার চাপায় প্রাণ গেল পথচারীর
-
শনিবার, ১৯ জুলাই, ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার চাপায় এক পথচারী নিহত হয়েছেন। এসময় এক রিকশা চালক আহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) দুপুর পৌনে দুইটার দিকে শহরের হাসপাতাল সড়কের পূর্ব টেংরী এলাকায় এ ঘটনা ঘটে।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর।
নিহত পথচারী মাসুদ আলম (৪৯) পৌর শহরের শেরশাহ রোড এলাকার মৃত মাহমুদ আলমের ছেলে। আর আহত রিকশা চালক খাইরুল প্রামাণিক (৬০) পূর্ব টেংরী এলাকার মৃত তছের প্রামাণিকের ছেলে।
ঈশ্বরদী সদর (আমবাগান) পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) রফিক জানান, একটি প্রাইভেটকার শহরের আকবরের মোড়ের দিক থেকে পোস্ট অফিস মোড়ের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি রিকশার সঙ্গে ওই প্রাইভেটকারের ছোটখাটো একটি সংঘর্ষ হয়। এতে রিকশাটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এবং রিকশা চালক সামান্য আহত হন।
তিনি আরও জানান, রিকশার সঙ্গে সংঘর্ষের পর প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের এক পাশে চলে যায়। এসময় মাসুদ আলম নামে এক ব্যক্তি সড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। প্রাইভেটকারটি ওই ব্যক্তিকে চাপা দিয়ে সড়কের পাশে দেয়াল ভেঙে পাশের একটি খাদে পড়ে যায়। এরপর দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ আলমকে মৃত ঘোষণা করেন। দূর্ঘটনার পর প্রাইভেটকারের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন