নিজস্ব প্রতিবেদকঃ পাবনার ঈশ্বরদীতে বর্ষা উৎসব ও কবি- সাহিত্যিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১জুলাই) বিকেলে “ঈশ্বরদী নোঙর” নামে একটি সাহিত্য- সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এর আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ সিরাজুল ইসলাম মামুন। আমন্ত্রিত অতিথি ছিলেন কলকাতা পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক মানিক পণ্ডিত।
এসময় কবিতা পাঠ, সাহিত্য আড্ডা, কথামালা, সংগীত ও পুঁথিপাঠের মধ্য দিয়ে মুখরিত হয় অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠানে “ঈশ্বরদী নোঙর” সংগঠনের সভাপতি অধ্যাপক হাসানুজ্জামানের সভাপতিত্বে ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, নাসরিন গীতি আরা, খন্দকার মাহবুবুল হক দুদুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদী এলাকায় বর্ষাভ্রমণ করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক কবিসাহিত্যিক এ অনুষ্ঠানে অংশ নেন।