ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
-
রবিবার, ২২ জুন, ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ পল্লী চিকিৎসক ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে এবং ঈশ্বরদী উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী বিভাগের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১জুন) উপজেলার মিরকামারী আদর্শ ফ্রি উচ্চ বিদ্যালয়ে রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকগণ আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের তালিমুল কুরআন সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিক।
এসময় বাংলাদেশ পল্লী চিকিৎসক ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ডা. মনসুর রহমানের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান, ডা. আব্দুল মোমিন প্রমূখ উপস্থিত ছিলেন।
দিনব্যাপি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি অসহায় দুস্থ রোগীদের জরুরি ঔষধ বিতরণ ও বিভিন্ন ধরনের পরীক্ষা- নিরিক্ষা করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথি পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় অসহায় – দুস্থ মানুষের পাশে থাকে। আপনারা দেখেছেন চিকিৎসা সেবায় বিশেষ অবদান রেখেছে জামায়াতে ইসলামী। অসুস্থ রোগীদের শুধু ক্যাম্প করেই নয় বরং বাড়িতে বাড়িতে গিয়েও চিকিৎসা সেবা প্রদান এবং খোঁজ খবর নিয়ে থাকি। এমনিভাবে ঈশ্বরদী ও আটঘরিয়ার সকল প্রান্তরে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি এবং জামায়াতে ইসলামীর কর্মীরা অহর্নিশ কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় মানুষের পাশে থাকতে পারি। অসহায় মানুষ যেখানে, জামায়াতে ইসলামী সেখানে।
খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন