ঈশ্বরদীতে চোরাই মোটরসাইকেলসহ দুই কিশোর আটক
-
মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ পাবনার ঈশ্বরদীতে চোরাই মোটরসাইকেলসহ দুই কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার (২২জুন) রাতে উপজেলার সাড়া ঝাউদিয়া গ্রামের ব্লক পাড়া পদ্মা নদীর ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সোমবার (২৩জুন) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মনিরুল ইসলাম। তবে আটককৃতরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনী বাধ্যবাধকতা থাকায় তাদের নাম- পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
প্রেস রিলিজ সূত্রে জানা যায়, জনৈক জিয়ারুল ইসলাম নামে এক ব্যক্তি গত ২০ জুন দুপুরে তার ব্যবহৃত মোটরসাইকেলটি ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল ভবনের ভিতরে তালাবদ্ধ করে রেখে বাসের টিকিট কাটার জন্য কাউন্টারে যায়। পরে কাউন্টার থেকে ফিরে এসে তার ব্যবহৃত মোটরসাইকেলটি ওই স্থানে খুঁজে না পেয়ে ঈশ্বরদী থানায় একটি চুরির মামলা দায়ের করেন তিনি।
এরপর গোপন সংবাদ ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার এবং বাদীসহ স্থানীয় লোকজনের সহায়তায় ঈশ্বরদী থানাধীন সাড়া ঝাউদিয়া ব্লক পাড়া নদীর ঘাট এলাকা থেকে ২২ জুন রাতে অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চুরির সাথে জড়িত দুই কিশোরকে আটক করে ঈশ্বরদী থানা পুলিশের একটি দল।
পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল ভবনের পেছনে ফাঁকা জায়গায় সীমানা প্রাচীর সংলগ্ন ঝোঁপের মধ্যে লুকানো অবস্থায় হারানো মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এই চোর চক্রের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আইনের সাথে সংঘাতে জড়িত শিশু দুজনের বিরুদ্ধে একাধিক মোটরসাইকেল চুরির মামলা আছে।
খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন