পাবনার ঈশ্বরদীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
-
রবিবার, ১১ মে, ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ পাবনার ঈশ্বরদীতে আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন, ঈশ্বরদীর বৃত্তি পরীক্ষা ২০২৪ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসময় ১৮২ জন বৃত্তিপ্রাপ্ত কিন্ডারগার্টেন ছাত্র ছাত্রীদের সার্টিফিকেট, সম্মাননা ক্রেষ্ট ও বৃত্তি প্রদান করা হয়।
রবিবার সকালে ঈশ্বরদী শহরের আর আর পি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আবু তালেব মন্ডল। আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুল করিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঈশ্বরদী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক সভাপতি এস এম রাজা, পৌরসভার সাবেক প্যানেল মেয়র বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি, সাবেক ছাত্র নেতা মাহবুবুর রহমান পলাশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন, ঈশ্বরদীর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ এবং মাতৃছায়া কিন্ডারগার্টেনের পরিচালক সাংবাদিক শেখ মহসিন।
খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন