নিজস্ব প্রতিবেদকঃ পাবনার ঈশ্বরদীতে গৃহবধূকে বেধড়ক মারধরের বিচার ও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মেহেরুন নেছা লিজা। শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঈশ্বরদী শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে একটি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভুক্তভোগী গৃহবধূ লিজা অভিযোগ করে বলেন, তার স্বামী সাইদ আহমেদ মানসিকভাবে অসুস্থ হওয়ায় দীর্ঘদিন ধরে তার শাশুড়ি, ননদ, দেবরসহ শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিকভাবে লিজাকে নির্যাতন করে আসছে। গতকাল বৃহস্পতিবার (২২মে) সন্ধ্যায় তার স্বামীর ভাগের ধান নিতে গেলে শ্বশুরবাড়ির লোকজন আবারও বেধড়ক মারধর করলে গৃহবধূ লিজা অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ অবস্থায় লিজাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। এ বিষয়ে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি। এসব ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানান ভুক্তভোগী গৃহবধূ মেহেরুন নেছা লিজা।
সংবাদ সম্মেলনে লিজার সন্তান মেহেরাব ইসলাম মাহাদি ও মারিয়াম জান্নাত মাহা, ফুফু শাশুড়ি তহমিনা খাতুন, চাচা শ্বশুর আমিনুল ইসলাম, চাচি শাশুড়ি সালমা সুলতানা মিতা উপস্থিত ছিলেন।