তরুণ প্রজন্মের গণমাধ্যম "দেশ পোস্ট" এ আপনাকে স্বাগতম। "দেশ পোস্ট" একটি মাল্টিমিডিয়া ও অনলাইন নিউজ পোর্টাল।

ঈশ্বরদীতে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন 

ঈশ্বরদীতে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদকঃ পাবনার ঈশ্বরদী উপজেলার চররূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভেজ রেজার নানা অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার চররুপপুর জিখাতলা এলাকায় বিদ্যালয়ের সামনের রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রুপপুর উচ্চ বিদ্যালয়ের (অবঃ) সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি  ও অভিভাবক সদস্য মাসুদ রানা রানা, উপজেলা যুবদলের সাবেক সদস্য ও প্রাক্তন ছাত্র নাঈমুর রহমান লালচাঁদ, প্রাক্তন ছাত্র শিবলু আহম্মেদ সহ অন্যান্যরা বক্তব্য দেন। এসময় স্থানীয় সামাজিক- রাজনৈতিক নেতৃবৃন্দ,  বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মানববন্ধনের বক্তারা বলেন, পারভেজ রেজা ২০০৬ সালে বাঘইল স্কুলে চাকরিরত অবস্থায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করে সাময়িক বরখাস্ত হন। পরে কয়েকমাস পরে মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিয়ে আবারো চাকরী ফিরে পান। ২০১১ সালে চররূপপুর স্কুলে যোগদানের পর থেকেই নানা দূর্নীতি, অনিয়ম আর নিজের স্বেচ্ছাচারিতায় বিদ্যালয়টিকে ব্যাক্তিগত অফিস বানিয়েছেন। এক যুগ ধরে বিদ্যালয়ের বরাদ্দকৃত বিভিন্ন খাতের টাকা ভূয়া ভাউচার তৈরী করে তিনি লোপাট করেছেন। সম্প্রতি বিদ্যালয়ের অফিস কক্ষে ধুমপান, শিক্ষার্থীদের দিয়ে টয়লেট পরিষ্কার ও পরীক্ষার খাতা মূল্যায়ন সহ শিক্ষক-শিক্ষার্থীদের সাথে অসদাচরণের সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমান পাওয়া যায়। এসব ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জেলা শিক্ষা কর্মকর্তা তদন্তের নির্দেশ দিলেও উর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে বিষয়গুলো ধামাচাপা দেওয়াট চেষ্টা চলছে। এতে  সুষ্ঠু তদন্তে এক ধরনের বাধা সৃষ্টি করছেন প্রধান শিক্ষক পারভেজ রেজা।
বক্তারা আরও বলেন, দুর্নীতিবাজ পারভেজ রেজাকে অপসারণ না করে তার বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্ঠু তদন্ত সম্ভব নয়। তাই দ্রুত সময়ের মধ্যে তাকে অপসারণ করে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে,  উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন তারা। তাকে অপসারণ না করা হলে এলাকাবাসী ও অভিভাবকদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভেজ রেজাকে বিদ্যালয় প্রাঙ্গণে অবাঞ্ছিত ঘোষনা করা হবে বলেও হুশিয়ারি দেন মানববন্ধনের বক্তারা।

খবরটি সামাজিক যোগাযোগ মাধ‍্যমে শেয়ার করুন

© All rights reserved © 2025 deshpost.net

Design & Development BY : ThemeNeed.com