সড়ক দূর্ঘটনায় মা- মেয়েসহ তিনজন নিহত, কাভার্ডভ্যান চালক গ্রেপ্তার
-
শনিবার, ১৪ জুন, ২০২৫
নিজস্ব প্রতিবেদকঃ পাবনার ঈশ্বরদীতে লিচু কেনার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মা- মেয়েসহ তিনজন নিহতের ঘটনায় কাভার্ডভ্যান চালক মামুন হোসেনকে(২৭) গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ জুন) সন্ধ্যা পৌনে ৬টায় ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাকশী হাইওয়ে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত কাভার্ডভ্যান চালক মামুন হোসেন যশোরের বাঘারপাড়া উপজেলার রামকান্তপুর এলাকার মিজানুর রহমানের ছেলে।
পাকশী হাইওয়ে থানার ইনচার্জের দায়িত্বে থাকা উপ- পরিদর্শক (এসআই) মোশফিকুর রহমান, গত ১১ জুন সকালে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলাম মোটরসাইকেল যোগে স্ত্রী- সন্তান নিয়ে শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে নাটোরে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে দাশুড়িয়া- কুষ্টিয়া মহাসড়কের ঈশ্বরদী উপজেলার মিরকামারী এলাকায় মহাসড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে লিচু কিনছিলেন তিনি। এসময় পেছন থেকে বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মফিজুলের স্ত্রী সূবর্ণা খাতুন (৩২) ও দেড় বছর বয়সী মেয়ে পূর্ণতা এবং লিচু বিক্রেতা আনিছুর রহমান(৫৫) মারা যায়। এতে মোটরসাইকেল আরোহী মফিজুল ইসলাম (৩৮) আহত হন।
পরে এ ঘটনায় মফিজুলের ইসলামের বড় ভাই সিদ্দিক পাটোয়ারী বাদী হয়ে ঈশ্বরদী থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন।
এসআই মোশফিকুর রহমান আরও জানান, ঘটনার পর থেকে কাভার্ডভ্যান চালক মামুন হোসেন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ওই কাভার্ডভ্যানের চালক ঈশ্বরদীতে অবস্থান করছে। পরে শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড় এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যান চালক মামুন হোসেনকে গ্রেপ্তার করা হয়।
খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন