নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু।
বৃহস্পতিবার (১৯) জুন সন্ধায় পাবনার ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি গড়ার লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মকলেছুর রহমান বাবলু বলেন, দেশনায়ক তারেক রহমানের ইতিবাচক ও পরিবর্তনের রাজনীতি জাতির সামনে নতুনভাবে আশার সঞ্চার করেছে। তারেক রহমান মানুষের মন জয় করতে নিচ্ছেন একের পর এক যুগান্তকারী ও দূরদর্শী সিদ্ধান্ত। তার দূরদর্শী সিদ্ধান্ত ও রাষ্ট্র নিয়ে ভাবনা জনগণ গ্রহণ করেছে যা ইতিবাচক। তারেক রহমান তার প্রতিটি বক্তব্যে বারংবার বলেছেন দলীয় নেতাকর্মীদের জনগণের মন জয় করতে হবে আর জনগণের মন জিতে নেবার ভেতর দিয়েই বিএনপিকে প্রকৃত অর্থে পরিণত হতে হবে জনবান্ধব দলে। মনে রাখতে হবে আগামীর বাংলাদেশ হবে জনগণের ইচ্ছার প্রতিফলনের ভিতর দিয়ে একটি উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশ। যে উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তিমূল হিসাবে কাজ করবে বহুল কাঙ্খিত ৩১ দফা। সেই ৩১ দফার আলোকে বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যেই বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খলভাবে দলকে এগিয়ে নিতে হবে।
এসময় মকলেছুর রহমান বাবলু আরও বলেন, বিগত ১০ মাস পূর্বে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ইতিহাসের নিকৃষ্ট ফ্যাসিস্ট হাসিনার পলায়নের মাধ্যমে আওয়ামী বাকশালি শাসনের পতন হয়েছে। প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বখ্যাত নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। দীর্ঘ ১৬ বছরের হাসিনা এবং তার দোসরদের লুটপাটের ফলে রেখে যাওয়া বিধ্বস্ত বাংলাদেশে এখন শুরু হয়েছে সংস্কার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ। বিচারের সম্মুখীন করা হচ্ছে হাসিনাসহ যারা গণহত্যা, লুটপাট, গুম, খুন, অর্থ পাচারসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত তাদের। যোগ্য নেতৃত্ব আর সংস্কার কর্মকাণ্ডের মাধ্যমে গতানুগতিক রাজনীতির বাইরে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ডক্টর ইউনূস এবং দেশনায়ক তারেক রহমান।
সাবেক মেয়র বিএনপি নেতা বাবলু বলেন, গত ১৩ জুন ২০২৫ তারিখে লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার দেশ গঠনে সংস্কার কাজকে দেশ বিদেশের রাজনৈতিক বিশ্লেষকগণ রাজনীতির টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করছেন, যা ইতিবাচক। সকল মতভেদ, সকল মনোমালিন্য, সকল প্রতিহিংসা আলাপ আলোচনার মাধ্যমে নিরসন হতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ লন্ডন বৈঠক। এ বৈঠকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথাটিই প্রমাণিত হয়েছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।
সংবাদ সম্মেলনে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, বিএনপি নেতা তুহিন চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান পলাশ, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম নয়ন, যুবদল নেতা মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2025 deshpost.net